উত্তরাখণ্ডের জঙ্গলে হাতি সাফারি নিষিদ্ধ

দেরাদুন, ৪ জুলাইঃ  বন্যপ্রাণের ওপর অত্যাচার রুখতে বড়োসড়ো রায় দিল উত্তরাখণ্ড হাইকোর্ট। শুক্রবার উত্তরাখণ্ড হাইকোর্ট জানিয়েছে, ব্যবসায়িক কাজে আর হাতি ব্যবহার করা যাবে না। এমনকি জঙ্গলের মধ্যে হাতি-সাফারিও হবে না। শুক্রবার এমনই নির্দেশিকা জারি করেছে উত্তরাখণ্ড হাইকোর্ট। যাঁরা হাতিদের নিযে সার্কাস দেখান বা অন্য কোনো ব্যবসায়িক কাজে ব্যবহার করেন, তাঁদের বিরুদ্ধে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ করার জন্য উত্তরাখণ্ডের মুখ্য বন্যপ্রাণী আধিকারিককে নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া রাজাজি ব্যাঘ্র সংরক্ষণাগার সহ উত্তরাখণ্ডের অন্যান্য জঙ্গলগুলিতে পর্যটক বোঝাই জিপসি গাড়ি ঢোকার সংখ্যাও দিনে ১০০টির বেশি যাতে না হয, সে ব্যাপারে কড়া নির্দেশিকা জারি করেছে উত্তরাখণ্ড হাইকোর্টের বিচারপতি রাজীব শর্মা এবং লোকপাল সিংয়ের ডিভিশন বেঞ্চ। হাতি এবং অন্যান্য বন্য পশুদের স্বাস্থ্যের কথা ভেবেই এই নির্দেশিকা বলে ডিভিশন বেঞ্চ জানিয়েছে।
সূত্রের খবর, রাজাজি ব্যাঘ্র সংরক্ষণাগার সহ উত্তরাখণ্ডের জঙ্গলগুলিতে প্রতিদিন পর‌্যটকবোঝাই প্রায ২০০টি করে জিপসি গাড়ি ঢোকে। এছাড়া হাতি সাফারি তো রয়েছেই। পর্যটক এবং বন কর্তপক্ষের এই অত্যাচারের ফলে হাতি সহ জঙ্গলের অন্য পশুরা ক্রমে অসুস্থ হয়ে পড়ছে। তাদের যথোপযুক্ত চিকিত্সা এবং বিশ্রামের প্রয়োজন বলে মনে করে উত্তরাখণ্ড হাইকোর্ট।  জঙ্গল সাফারির হাতিগুলিকে অবিলম্বে কিছুদিনের জন্য চিল্লারে রাজাজি জাতীয় উদ্যানে রাখার ব্যাপারে মুখ্য বন্যপ্রাণী আধিকারিককে নির্দেশ দিয়েছে আদালত। আহত এবং পঙ্গু হাতিগুলিরও অবিলম্বে চিকিত্সার বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছে   ডিভিশন বেঞ্চ। অন্যদিকে, হাতি নিযে যাঁরা সার্কাস দেখান তাঁদের প্রতি দুই বিচারপতির প্রশ্ন, কোন আইনের ভিত্তিতে তাঁরা পশুদের ব্যবসায়িক কাজে লাগাচ্ছেন। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপ করার জন্য নৈনিতাল, হরিদ্বার এবং পাউরি জেলার এসপিদের নির্দেশ দিয়েছেন তাঁরা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2vBk0Pi

August 05, 2018 at 11:05AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top