শিলিগুড়ি টাউন স্টেশনে অবরোধ

শিলিগুড়ি, ৯ অগাস্টঃ শিলিগুড়ি টাউন স্টেশনে যাত্রী বিক্ষোভ, অবরোধ। নির্ধারিত সময়ের চেয়ে তিন ঘন্টা বেশি সময় অতিক্রান্ত হলেও বামনহাট প্যাসেঞ্জার এসে পৌঁছায়নি শিলিগুড়ি টাউন স্টেশনে। বরং তার আগে এসে পৌঁছাচ্ছে অন্যান্য ট্রেন। টাউন স্টেশনে বামনহাট প্যাসেঞ্জারের পৌঁছানোর সময় ছিল ৫.২০ মিনিট। তার জায়গায় এসে পৌঁছেছে হলদিবাড়ি প্যাসেঞ্জার। যা বামনহাট প্যাসেঞ্জারের চেয়ে প্রায় ঘন্টাখানেক পড়ে ছাড়ার কথা। এরপর বামনহাটের বিক্ষুদ্ধ যাত্রীরা লাইনের ওপর হলদিবাড়ি অবরোধ করে বসে পড়ে। আরপিএফ কর্মীরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। তবে কোনো লাভ হয়নি। জানা গিয়েছে, বামনহাটের ফিটনেস সমস্যার জন্য ছাড়তে দেরি হয়েছে। ফিটনেস পরীক্ষার জন্য ট্রেনটিকে পাঠানো হয়েছে শেডে। পদস্থ কর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনাস্থলে অবস্থান চলছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2AT76lO

August 09, 2018 at 09:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top