বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে গত কয়েক মাসে মাঠের বাইরে অজি ক্রিকেটার স্টিভেন স্মিথ। তবুও ব্যাটসম্যানদের টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছেন এ অস্ট্রেলিয়ান। সাউথ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং করে ধরা পড়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) গত মার্চে তাকে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ মাসের জন্য নিষিদ্ধ করে। আর এই সুযোগে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংসে ২০০ রান করে বিরাট কোহলি শীর্ষস্থান দখল করেছিলেন। দ্বিতীয় টেস্টে মাত্র ৪০ করায় আবার দ্বিতীয় স্থানে নেমে গেছেন। স্মিথের রেটিং ৯২৯। কোহলির ৯১৯। ৮৫১ রেটিং নিয়ে জো রুট আছেন তিন নম্বরে। বোলারদের তালিকায় অ্যান্ডারসন শীর্ষে আছেন। ১৯৮০ সালের পর প্রথম ইংলিশ বোলার হিসেবে ৯০০ রেটিং পয়েন্ট অতিক্রম করেছেন। তার পয়েন্ট এখন ৯০৩। বাংলাদেশ থেকে সাকিব আল হাসান ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ উন্নতি করে ২০ নম্বরে আছেন। আর বোলারদের তালিকায় আছেন ২১ নম্বরে। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষেই আছেন। তথ্যসূত্র: বিডি প্রতিদিন আরএস/০৮:০০/ ১৪ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2nz3ewK
August 14, 2018 at 10:25PM
14 Aug 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top