নয়াদিল্লি, ৩১ অগাস্টঃ এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকলেও প্রতিনিয়তই আমাদের হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে গুগল। অর্থাৎ গুগলের নজরদারির ঊর্ধ্বে কেউ নয়। এই তথ্য স্বীকার করেছে মেসেজিং জায়ান্ট সংস্থা নিজেই।
হোয়াটসঅ্যাপে কোনো মেসেজের শুরু থেকে শেষ পর্যন্ত এন্ড-টু-এন্ড এনক্রিপশন অর্থাৎ মেসেজটি কোডে থাকার কারণে তৃতীয় কোনো ব্যক্তি এই বার্তা পড়তে পারে না। কিন্তু এই নিরাপত্তা ক্লাউডে সংরক্ষণ করলে তা আর নিরাপদ থাকে না। একথা হোয়াটসঅ্যাপের তরফে স্বীকার করা হয়েছে।
গুগল ড্রাইভে হোয়াটসঅ্যাপ মেসেজ ব্যাক আপ রাখার সময় Google তা সম্পূর্ণভাবে পড়তে পারে। এর যুক্ত দিয়ে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ‘গুগল-এ চলে গেলে, সেই মেসেজের দায়িত্ব আর হোয়াটসঅ্যাপের নয়।’ তবে যদি গুগল-এ ব্যাকআপ না করা হয়, তাহলে এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকবে।
আনলিমিটেড মেসেজ স্টোর করার জন্য সম্প্রতি গুগল-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে হোয়াটসঅ্যাপ। তবে সেক্ষেত্রে স্টোর হওয়া মেসেজগুলি এনক্রিপটেড থাকে না বলে স্বীকার করা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2oxtisJ
August 31, 2018 at 06:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন