হাওড়া, ২ অগাস্টঃ কারশেড থেকে হাওড়া স্টেশনে ঢোকার সময় লাইনচ্যুত হল ইস্পাত এক্সপ্রেস৷ ট্রেনে কোনো যাত্রী না থাকায় বড়োসড়ো দুর্ঘটনা এড়ানো গিয়েছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনার পর বিপর্যস্ত হয়ে পড়েছে হাওড়া থেকে দক্ষিণ পূর্ব রেলের দূরপাল্লার ট্রেন পরিষেবা৷ এদিন সকাল ছ’টা নাগাদ খালি ইস্পাত এক্সপ্রেসের রেকটি প্ল্যাটফর্মে ঢুকছিল। সেই সময়ই পিছনে থাকা গার্ডের কামরা ও ইঞ্জিনটি লাইনচ্যূত হয়ে যায়। এর পর থেকে ২১,২২ ও ২৩ নম্বর প্ল্যাটফর্মে থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ডাউন জগন্নাথ এক্সপ্রেস ও সম্বলপুর এক্সপ্রেসের যাত্রীদের সাঁতরাগাছিতেই নামিয়ে দেওয়া হয় ৷ হাওড়া থেকে যাত্রা শুরু করতে পারেনি পুরীগামী ধৌলি এক্সপ্রেস। লাইনচ্যুত বগি ও ইঞ্জিন সরাতে তৎপর হয়েছেন রেলকর্মীরা৷ পরিসেবা স্বাভাবিক হতে আরও আড়াই-তিন ঘন্টা সময় লাগবে বলে মনে করছেন রেলকর্তারা। তবে এই ঘটনায় লোকাল ট্রেন পরিষেবায় কোনও প্রভাব পড়েনি৷
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LOx7I5
August 02, 2018 at 11:04AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন