ক্রিস্টিয়ানো রোনালদোর পর লুকা মদরিচকেও হারাচ্ছে রিয়াল মাদ্রিদ? এমন শঙ্কা চেপে ধরেছে সব মাদ্রিদিস্তাকে। বর্তমান চুক্তির চেয়ে প্রায় দেড়গুণ বেতন দিতে চাচ্ছে ইন্টার মিলান। চার বছরের সে চুক্তির পর নাকি চীনেও দুই বছরের জন্য লোভনীয় চুক্তি। রিয়ালের জার্সিতে সম্ভাব্য সবকিছু জেতার পর ক্লাব ছাড়ার তাই ইচ্ছা জাগতেই পারে ক্রোয়াট জাদুকরের। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানাচ্ছে, রিয়াল আপাতত সে চিন্তা দূর করার ব্যবস্থা করেছে। দলের সেরা খেলোয়াড়ের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপ সেরারা। মার্কার দেওয়া তথ্যানুযায়ী অধিনায়ক সার্জিও রামোসের সমান বেতন দেওয়া হবে মদরিচকে। এবং সেটা মার্কা অনুযায়ী বছরে ১১ মিলিয়ন ইউরো। রোনালদোর বিদায়ের পর রিয়ালে একমাত্র গ্যারেথ বেলই এ দুজনের চেয়ে বেশি বেতন পান। স্প্যানিশ পত্রিকা এএসের দাবি, আগের চুক্তিতে বছরে ৬.৫ মিলিয়ন ইউরো পেতেন মদরিচ। সেটা এখন বেড়ে ১১ মিলিয়ন হবে। ইন্টার মিলান মদরিচকে বছরে ১০ মিলিয়ন ইউরো দেওয়ার প্রস্তাব দিয়েছিল। সে ক্ষেত্রে দলবদলের গুঞ্জন সৃষ্টি হয়ে লাভই হয়েছে ক্রোয়েশিয়ান মিডফিল্ডারের। এ চুক্তি হলে বেতনের দিক থেকে রিয়ালের প্রথম তিনজনের মধ্যে থাকবেন মদরিচ। এএসের দাবি বাকি দুজন অর্থাৎ রামোস ও বেলের ক্ষেত্রেও রিয়ালের খরচ ১১ মিলিয়ন। তবে অন্যান্য সূত্র বেলকে এদের দুজনের নাগালের অনেক বাইরেই রাখছে।Eprothomalo নিচে রিয়ালের বেতন কাঠামোর একটি তুলনামূলক চিত্র দেওয়া হয়েছে। তবে একটি বিষয় মনে রাখা দরকার, বেতনের মতো তথ্য গোপন রাখার চেষ্টা করে ক্লাব ও খেলোয়াড়। অধিকাংশ ক্ষেত্রেই ক্লাবের কোনো সূত্র কিংবা চুক্তির সময়ে দর-কষাকষির মাধ্যমে তথ্য পাওয়া যায়। ফলে এ ক্ষেত্রে পরিষ্কার ধারণা পাওয়া কঠিন। এখানে যেমন টনি ক্রুসকে রামোসের সমান বেতন দেখানো হয়েছে। রিয়ালে কে কত বেতন পান (সম্ভাব্য): সূত্র : প্রথম আলো আর/১৭:১৪/১১ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2BcKBsf
August 12, 2018 at 01:16AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন