কেয়ামত থেকে কেয়ামত ছবি দিয়ে চলচ্চিত্রে আসেন চিত্রনায়িকা মৌসুমী। ১৯৯৩ সালে ছবিটি মুক্তির পর সুপার-ডুপার হিট হয়। এক ছবি দিয়েই মৌসুমী রাতারাতি তারকা বনে যান। এরপরেই মৌসুমীর কাছে বলিউডের ছবির নায়িকা হওয়ার ডাক আসে! চমকপ্রদ ব্যাপার হচ্ছে, ওই ছবির নায়ক হওয়ার কথা ছিল মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খানের। এমনটা নিজেই জানিয়েছেন ঢাকাই ছবির এই প্রিয়দর্শিনী। মাছরাঙা টেলিভিশনের স্টার নাইট নামে অথিতি হিবেসে উপস্থিত হয়ে মৌসুমী বলেন, ১৯৯৪-৯৫ সালের দিকে আমাকে বলিউড থেকে ছবি করার প্রস্তাব দেয়া হয়েছিল। ওই ছবির নায়ক থাকবেন আমির খান। শুধু তাই নয়, কথা হয়েছিল বলিডের আরেক ছবিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করার। কিন্তু ব্যাটে বলে না মেলায় পরে ছবিগুলো কাজ হয়নি। স্টার নাইট-এ মোসুমী জানান, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে উপকার হয় এমন যে কোনো কাজে তাকে আমন্ত্রণ জানানো হলে তিনি সেখানে যুক্ত হতে চান। তবে সক্রিয় রাজনীতিতে সহসাই জড়িয়ে পড়ার কোনো ইচ্ছা তার নেই। মৌসুমীকে নিয়ে প্রাণবন্তভাবে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনপ্রিয় সঞ্চালিকা মারিয়া নূর। আলাপচারিতায় মৌসুমী জানান, শাবনূর আর তার মধ্যে শাবনূর সবচেয়ে বেশি জনপ্রিয়। এমনকি নিজের স্বামী ওমর সানির চেয়ে জনপ্রিয়তার দৌড়ে প্রয়াত সালমান শাহকে এগিয়ে রাখেন মৌসুমী। যদিও স্বামী ওমরসানিকে জীবনে চলার পথে সবচেয়ে বড় অবলম্বন, সবচেয়ে বড় বন্ধু বলে দাবী করেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়িকা। স্টার নাইট অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলচ্চিত্র ক্যারিয়ারের রজত জয়ন্তী (২৫ বছর) উদযাপনের কেক কাটেন মৌসুমী। ২৫ বছর কিংবা তার-ও আগে মডেলিং সময়কার বিভিন্ন তথ্য, ছবি, ভিডিওচিত্র দিয়ে মৌসুমীকে সারপ্রাইজ দেয় স্টার নাইট টিম। এসব দেখে মৌসুমীর চোখ ভিজে যায়। রুম্মান রশীদ খান এর গ্রন্থনা ও পরিকল্পনায় স্টার নাইট প্রযোজনা করেছেন অজয় পোদ্দার। অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে আসছে ঈদের দিন, রাত ৮টায়। তথ্যসূত্র: চ্যানেল আই আরএস/০৮:০০/ ১৪ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2P46FYV
August 14, 2018 at 06:56PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন