রাশিয়া বিশ্বকাপে চমক দেখিয়ে পেয়েছেন গোল্ডেন গ্লাভস। বলছিলাম বিশ্বকাপের সেরা গোলরক্ষক থিবো কোর্তোয়ার কথা। চেলসির গোল পোস্ট প্রহরী এবার পাড়ি জমাচ্ছেন রিয়ালে। আর এ জন্য অনুশীলন থেকে নিজেকে দূরে রাখছেন বলেও শোনা যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, কোর্তোয়া রিয়ালে যোগ দেয়ার পথে আছেন বলেই সোমবার চেলসির অনুশীলনে আসেননি। এমনকি ২৬ বছর বয়সী এই বেলজিয়ান তারকা কখন চেলসিতে ফিরবেন সেটি ক্লাবও জানে না। ব্লুজদের সঙ্গে কোর্তোয়ার চুক্তি হয় সেই ২০১১ সালে। এরপর ধারে অ্যাটলেটিকো মাদ্রিদেও খেলেছেন। রাশিয়া বিশ্বকাপই কোর্তোয়াকে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে। তার দক্ষতায় ভর করে বেলজিয়াম এবার তৃতীয় হয়। চেলসির হয়ে এই গোলরক্ষক ১৫৪টি ম্যাচ খেলেছেন। কোর্তোয়ার বিষয়ে চেলসি কোচ সারি বলেছেন, এখন পর্যন্ত সে আমাদের গোলরক্ষক। ভবিষ্যতে কী হবে জানি না। এটা তার উপর নির্ভর করছে। তবে আশা করছি সে আমাদেরই থাকবে। তথ্যসূত্র: বিডি প্রতিদিন আরএস/০৮:০০/ ০৭ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2vIZMDd
August 07, 2018 at 10:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top