মহানন্দা নদী থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ

রায়গঞ্জ, ৭ অগাস্টঃ মহানন্দা নদী থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। মঙ্গলবার দুপুরে বুড়ি মহানন্দা নদীতে ভেসে ওঠে ওই ব্য়ক্তির মৃতদেহ। করণদিঘি থানার পুলিশ নদী থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্য়ক্তির নাম অশোক দাস(৪৫)। বাড়ি ডালখোলার কলেজ মোড় এলাকার দাস পাড়ায়। এদিন বিকেলে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার বনমালী দাস নামে গ্রামের এক বৃদ্ধা বার্ধক্যজনিত কারণে মারা যান। তাঁর মৃতদেহ সৎকার করতে অশোকবাবু গিয়েছিলেন দোমহনা ব্রিজের কাছে। মৃতদেহ সৎকারের পর সবাই নদীতে স্নান করতে নামেন। স্নান করতে নেমেই হয় বিপত্তি। অশোকবাবু নদীতে ডুবে যান। রাতভর খোঁজাখুঁজির পরও তাঁর হদিস পাওয়া যায়নি। এদিন দুপুরে ঘটনাস্থল থেকে কিছুদূরেই  তাঁর মৃত দেহ ভেসে উঠতে দেখে স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় থানায়।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OiReut

August 07, 2018 at 08:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top