নয়াদিল্লি, ২৯ অগাস্টঃ নোট বাতিলের প্রায় দুই বছর হতে চলল। তার আগে ভারতীয় রিজার্ভ ব্যাংক ২০১৭-১৮ অর্থবর্ষের রিপোর্ট পেশ করেছে।
আরবিআইয়ের রিপোর্ট বলছে, ২০১৬ সালে বাতিল হওয়া ১৫.৪১ লক্ষ কোটি টাকা মূল্যের ৫০০ ও ১০০০ টাকার নোটের মধ্যে ১৫.৩১ লক্ষ কোটি টাকা ব্যাংকের মাধ্যমে আরবিআইয়ের হাতে ফেরত এসেছে। অর্থাৎ ১০,৭২০ কোটি টার মত নোট ব্যাংকে ফেরত আসেনি। ১৫,৩১০.৭৩ লক্ষ কোটি টাকা ফেরত এসেছে। যার অর্থ, ৯৯.৩০ শতাংশ টাকাই সরকারের ঘরে ফেরত এসেছে। তা ভেরিফিকেশনও করা হয়েছে।
আরবিআইয়ের হিসাব বলছে, বাজারে ব্যাংক নোটের সার্কুলেশনও ৩৭.৭ শতাংশ বাড়ানো হয়েছে। মার্চ ২০১৮ পর্যন্ত তা হয়েছে ১৮ লক্ষ ৩ হাজার ৭০০ কোটি টাকা। নতুন ৫০০ ও ২ হাজারের নোট মোট মূল্যের ৭২.৭ শতাংশ দখল করে ছিল ২০১৭ সালের মার্চ মাস অবধি। ২০১৮ সালের মার্চে এসে তা ৮০.২ শতাংশ জায়গা দখল করেছে।
এই রিপোর্টে আগামিদিনে দেশের জিডিপি-র কথাও বলা হয়েছে। দেশের শীর্ষ ব্যাংকের আশা, ২০১৯ অর্থবর্ষে দেশের গড় জিডিপি বেড়ে দাঁড়াবে ৭.৪ শতাংশে। তবে আগামীদিনে মূল্যবৃদ্ধির আশংকার কথাও সেখানে জানানো হয়েছে।
99-3-per-cent-of-demonetised-currency-returned-to-banks-reserve-bank-of-india
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2oiZUGr
August 29, 2018 at 06:05PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন