৪৮ বছর পর ট্রিপল জাম্পে সোনা ভারতের

জাকার্তা, ২৯ অগাস্টঃ ৪৮ বছরের রেকর্ড ভেঙে ট্রিপল জাম্পে সোনা পেল ভারত। ১৬.৭৭ মিটার জাম্পে দেশকে সোনা এনে দিলেন ২৫ বছরের অর্পিন্দর সিং।

এ নিয়ে দেশের জন্য চতুর্থ সোনা আনলেন তিনি। ১৯৭০ সালের পর প্রথমবার ট্রিপল জাম্প ইভেন্টে সোনা জিতলেন অর্পিন্দর। ১৯৭০ সালে মহিন্দর সিংয়ের ১৬.১১ মিটারের জাম্পে সোনা জেতে ভারত। আজ সেই ন্যাশনাল রেকর্ড ভাঙলেন অর্পিন্দর।

২০১৪ কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন অর্পিন্দর।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2N1FW0S

August 29, 2018 at 07:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top