গয়েরকাটা, ৩ অগাস্টঃ প্রসূতি ও গর্ভবতী মহিলাদের মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠল সরকারী উপস্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোরা ১ গ্রাম পঞ্চায়েতের মোহরের বাঁধ উপস্বাস্থ্য কেন্দ্রে। বৃহস্পতিবার উপস্বাস্থ্যকেন্দ্রের তরফে গর্ভবতী মহিলাদের মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার এই স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রসুতি ও গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য ধরে রাখার জন্য আয়রন ফলিক ট্যাবলেট দেওয়া হয়। কিন্তু বেশ কিছু মহিলা বাড়িতে যাওয়ার পর দেখতে পান ওই ওষুধগুলির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক সব্যসাচী মণ্ডল জানান, এখনও এই বিষয়ে তাঁর কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2vBJ0Wy
August 03, 2018 at 07:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন