নয়া দিল্লী, ০৯ আগস্ট- ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় মহেন্দ্র সিংহ ধোনি। তবে প্রাক্তন এই অধিনায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তিনি কারোই ফোন ধরেন না। যুবরাজ সিংহ একবার বলেছিলেন, মহেন্দ্র সিংহ ধোনি তার ফোন ধরেন না। ধোনিকে ফোনে পাওয়া কঠিন। এ ব্যাপারে ধোনি এতোদিন কিছু না বললেও এবার মুখ খুলেছেন। তিনি জানান, প্রযুক্তি আর তার মধ্যে বিস্তর ব্যবধান। তিনি ফোন ব্যবহারে সেভাবে পটু নন। তার ফোন না ধরা নিয়ে অনেক ঘটনা যে ছড়িয়ে রয়েছে, তাও জানা ধোনির। ভারতের প্রাক্তন অধিনায়ক নিজেও জানেন, প্রয়োজনের সময়ে তাকে ফোন করে যারা পাননি, তারা ধোনিকে নিয়ে অভিযোগও করেছেন। সঠিকভাবে প্রযুক্তির ব্যবহার করা উচিত বলেই মনে করেন ধোনি। ২০১২ সালে ভিভিএস লক্ষ্মণ অবসর নেন। সেই সময়ে হায়দরাবাদের স্টাইলিশ ব্যাটসম্যান জানান, ধোনিকে পর্যন্ত খবরটা দিতে পারেননি তিনি। কারণ ধোনিকে ফোন করা হলেও তিনি সেই ফোন ধরেননি। আর এরপরেই জল্পনা তুঙ্গে ওঠে, লক্ষ্মণ ও ধোনির সম্পর্ক ভাল নয়। সেই ঘটনার উল্লেখ করে ধোনি বলেন, আপনারা মনে করতে পারেন এটা বিতর্ক। আমাকে ফোনে পাওয়া যায় না আমার বিরুদ্ধে সবাই এই অভিযোগই করেন। আসলে আমি ভাল করে ফোন ব্যবহার করতে পারি না। সেই কারণেই লক্ষ্মণভাই আমাকে ফোনে পাননি। এমনকী মেয়ে জিভার জন্মের খবরটাও ধোনিকে অন্যের মারফত দিতে হয়েছিল সাক্ষীকে। ২০১৫ সালের বিশ্বকাপ শুরুর সপ্তাহখানেক আগেই জিভা হয়েছে। বিশ্বকাপের প্রস্তুতি প্রভাবিত হবে সেই কারণে নিজের সঙ্গে ফোন রাখতেন না ধোনি। সেই কারণে জিভার জন্মের খবরটা সুরেশ রায়নাকে দিয়েছিলেন সাক্ষী। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৭:১৪/০৯ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OTkTeM
August 09, 2018 at 03:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top