সেন্ট কিটস, ০১ আগস্ট- ক্রিকেট ম্যাচে বৃষ্টি কখনো কখনো আশীর্বাদ হয়ে আসে অনেক দলের জন্য। হয়ে যায় ম্যাচের নির্ধারক। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বুধবার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে সেই বৃষ্টি এলো ইনিংস বিরতিতে। টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ করেছিল ৯ উইকেটে ১৪৩ রান। ক্যারিবীয়দের মতো টি-টুয়েন্টির চ্যাম্পিয়ন দলের কাছে এই রান তেমন কিছু হওয়ার কথা নয়। তবে বৃষ্টির পর স্বাগতিকদের সামনে নতুন লক্ষ্য দাঁড়াল ১১ ওভারে ৯১। ডাকওয়ার্থ-লুইস মেথডে ক্যারিবীয়দের প্রয়োজনীয় রান রেট বাড়ল তাতে। কিন্ত প্রকৃতির আশীর্বাদে প্রাপ্ত নূন্যতম ওই সুযোগটুকু কাজে লাগতে পারল না সাকিব আল হাসানের বাংলাদেশ। বরং হেসে খেলে ৭ উইকেটের (ডি/এল) জয় ক্যারিবীয়দের। সেটিও কিনা ১১ বল হাতে রেখে। এর মাধ্যমে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল কার্লস ব্র্যাথওয়েটের দল। তথ্যসূত্র: পরিবর্তন এইচ/১০:৫০/০১ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Oz4xrz
August 01, 2018 at 04:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top