এবারের স্প্যানিশ সুপার কাপ একের পর এক চমক নিয়ে হাজির হয়েছে। প্রথমবারের মতো ভিডিও রেফারিং অ্যাসিস্ট্যান্ট এর সুবিধা নেবে স্প্যানিশ ফুটবল। প্রথা থেকে বের হওয়ার ঘটনা এখানেই শেষ নয়, এবার এক লেগেই ম্যাচটা শেষ করে দেওয়া হচ্ছে। স্পেনের গণ্ডি ছাড়িয়ে মরক্কোতে হচ্ছে বার্সেলোনা ও সেভিয়ার মধ্যকার আজকের সুপার কাপ। যদি হয় আর কী! এমন সম্ভাবনাও যে জাগছে। ভেন্যু পরিবর্তন করে এবং এক লেগে রূপ দিয়ে এমনিতেই সেভিয়াকে খেপিয়ে তুলেছিল রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (রিফ)। কাল রাতে সে ক্ষোভের আগুনে আরও ইন্ধন দিয়েছে স্পেনের ফুটবল। তারা ঘোষণা করেছে এই সুপার কাপ কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নয়। ফলে এ ম্যাচে স্পেনের ফুটবলে অমোঘ নিয়ম তিনজন অ-ইউরোপিয়ান খেলোয়াড় খেলানোর নীতি না মানলেও চলবে! ম্যাচের মাত্র ২৪ ঘণ্টা আগে হঠাৎ করে এভাবে নিয়ম বদলে ফেলায় বিস্মিত হয়েছে গতবারের কোপা দেল রের ফাইনালিস্ট দলটি। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আন্দালুসিয়ান ক্লাবটি, সুপার কাপের ২৪ ঘণ্টা আগে রিফ যে তথ্য জানিয়েছে তাতে বিস্মিত সেভিয়া এফসি । তারা বলছে যেকোনো খেলোয়াড়ই মাঠে নামতে পারবে। অথচ ২০১৮/১৯ মৌসুমে সর্বোচ্চ তিনজন অ-ইউরোপিয়ান খেলানো যাবে। বার্সেলোনা দলে গতকাল পর্যন্ত পাঁচজন অ-ইউরোপীয় ছিলেন। কিন্তু কুতিনহো পর্তুগালের পাসপোর্ট পেয়ে যাওয়ায় সংখ্যাটি কমে গেছে। তাঁরা হলেন ম্যালকম, আর্থার, ভিদাল ও মারলন। নতুন নিয়ম অনুযায়ী ৪ জনকেই চাইলে মাঠে নামাতে পারবেন বার্সেলোনা কোচ আরনেস্তো ভালভার্দে। সেভিয়ার দুশ্চিন্তা এখানেই। কারণ, তিনজনের নিয়ম মেনেই স্কোয়াড সাজিয়েছে তারা। বার্সেলোনা এখনো সে অনুযায়ী স্কোয়াড গুছিয়ে আনতে পারেনি। কাকে ধারে পাঠানো হবে, সে সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। এত দিন এটাকে ঝামেলা মনে হচ্ছিল, সেটাই হঠাৎ করে আশীর্বাদ হয়ে গেছে। সেভিয়া তাই ম্যাচের আগে বার্সেলোনাকে সতর্ক করে দিয়েছে, আগের নিয়ম ভুলে তিনজনের চেয়ে বেশি অ-ইউরোপীয় ফুটবলার যেন না নামায় তারা। টুইটারে জানিয়েছে, ক্লাবের আইন বিভাগ ব্যাপারটা নজরে রেখেছে এবং বার্সেলোনা যদি তিনজনের বেশি ইউরোপের বাইরের খেলোয়াড় নামায়, তবে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করা হবে। ফলে আজ রাত ২টায় ট্যানজিয়েরের ইবনে বতুতা স্টেডিয়ামে ম্যাচটা হবে কি না এ নিয়ে সন্দেহ জাগছেই। এদিকে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ওপর খেপেছেন বার্সেলোনা কোচও। ভালভার্দের ক্ষোভ অবশ্য মৌসুমের প্রথম শিরোপার এমন মর্যাদাপূর্ণ ম্যাচকে প্রীতি ম্যাচ বানিয়ে ফেলায়। ভালভার্দে বুঝতেই পারছেন না এ ম্যাচ কীভাবে প্রতিযোগিতামূলক ম্যাচ নয়, সুপারকোপা প্রতিযোগিতামূলক ম্যাচ নয়, এ প্রসঙ্গে কী বলব বুঝতে পারছি না। সেভিয়া পেশাদার দল, আমরাও তাই। অ-ইউরোপীয় খেলোয়াড় নিয়ে যে ঝামেলা পোহাতে হয়েছে, ওরা তাহলে আগেই বলতে পারত। এমএ/০৭:৪৫/ ১২ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MmLJxB
August 13, 2018 at 01:42AM
12 Aug 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top