নয়াদিল্লি, ৩১ অগাস্টঃ চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে(এপ্রিল-জুন) দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন(জিডিপি) বৃদ্ধির হার পৌঁছাল ৮.২ শতাংশে। শুক্রবার এই তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে বিশ্বের দ্রুততম উন্নয়নশীল দেশের তকমা ভারত ধরে রাখল।
এর আগের ত্রৈমাসিকে দেশের জিডিপি-র হার ছিল ৭.৭ শতাংশ।
কেন্দ্রের রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই বৃদ্ধি হয়েছে ম্যানুফ্যাকচারিং এবং ফার্ম সেক্টরের ভালো ফলের জেরে।
কেন্দ্রীয় পরিসংখ্যান অফিসের বিবৃতি অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবর্ষের প্রথম কোয়ার্টারে জিডিপি(কনস্ট্যান্ট প্রাইস) বৃদ্ধির হার ৩৩.৭৪ লক্ষ কোটি টাকা। গত অর্থবর্ষে এই বৃদ্ধি ছিল ৩১.১৮ লক্ষ কোটি। অর্থাৎ গতবারের তুলনায় এবারের বৃদ্ধির হার ৮.২ শতাংশ।
অন্যদিকে, এই সময়কালের মধ্যে গ্রস ভ্যালু অ্যাডেড (জিভিএ) গ্রোথ-এর হার ৩১.৬৩ লক্ষ কোটি। গত অর্থবর্ষে(প্রথম কোয়ার্টারে) যা ছিল ২৯.২৯ লক্ষ কোটি। অর্থাৎ জিভিএ বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৮ শতাংশ।
উল্লেখ্য, জিডিপি-র মাধ্যমে দেশের বাজারে চাহিদা সম্পর্কে ধারনা পাওয়া যায়। অন্যদিকে, জিভিএ-র মাধ্যমে বোঝা যায় অর্থনীতিতে যোগানের পরিমাণ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LJD9EL
August 31, 2018 at 09:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন