মেয়েদের হকিতে জাপানের কাছে হেরে রুপো ভারতের

জাকার্তা, ৩১ অগাস্টঃ হকিতে মেয়েদের ফাইনালে জাপানের কাছে হেরে যেতে হল রানি রামপালদের। গোটা টুর্নামেন্টে দুরন্ত খেলেও সোনা জয়ের অদূরেই থমকে যেতে হল তাদের।

শুক্রবার জাকার্তায় মেয়েদের হকির ফাইনালে হেরে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতের মেয়েদের। জাপানের কাছে তারা ১-২ গোলে পরাজিত হয়। সেইসঙ্গে সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জনেও ব্যর্থ হলেন রামপালরা।

এদিন প্রথম কোয়ার্টারেই ম্যাচে এগিয়ে যায় জাপান। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে গোল করে ভারতকে সমতায় ফেরান নেহা গোয়েল। তৃতীয় কোয়ার্টারে গোল করে ম্যাচে এগিয়ে যায় জাপান। বাকি সময়টা চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি ভারতের মেয়েরা। ফলে আরও একবার রুপো নিয়েই ফিরতে হল ভারতকে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2wtV79F

August 31, 2018 at 09:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top