ইসলামপুরে তৃণমূল-নির্দলের গোষ্ঠীসংঘর্ষে মৃত্যু এক জনের

ইসলামপুর, ২৫ অগাস্টঃ গোষ্ঠী সংঘর্ষে বোমার আঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার ইসলামপুর থানার পন্ডিতপোঁতা ১ গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। ঘটনায় জখম হয়েছেন অন্তত ১৫ জন। মৃত ব্যক্তির নাম লাল মহম্মদ(৪৫)। তিনি ওই এলাকারই বাসিন্দা। তিনি নির্দল সমর্থক বলেই এলাকায় পরিচিত। আহতদের ভরতি করা হয়েছে ইসলামপুর মহকুমা হাসপাতালে।

উল্লেখ্য, এই গ্রাম পঞ্চায়েতের মোট ১১ টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ৬ টি এবং নির্দলরা পেয়েছিল ৫ টি আসন। সম্প্রতি নির্দলের জয়ী সদস্যরা তৃণমূলে যোগ দেয়। তারপর থেকেই প্রধান ও উপ প্রধান নিয়ে শুরু হয় গোষ্ঠী কাজিয়া। এদিন পঞ্চায়েত বোর্ড গঠনের কথা থাকলেও এলাকার উত্তেজনার কথা মাথায় রেখে প্রশাসন শুক্রবার রাতে বোর্ড গঠন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু যুযুধান দু’পক্ষই এলাকায় জমায়েত শুরু করে। শনিবার সকাল সাড়ে ন’টা নাগাদ শুরু হয় সংঘর্ষ। পড়তে থাকে ইট পাটকেল। যথেচ্ছ বোমা গুলিবাজিও চলে। তখনই ওই ব্যক্তির বুকে বোমা লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার তার। ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল বলেন, ঘটনাটি দুর্ভাগ্যজনক। বোর্ড গঠন স্থগিত থাকলেও কেন এই ধরণের ঘটনা ঘটল দল তা খতিয়ে দেখবে। উত্তর দিনাজপুরের পুলিশ সুপার অনুপ জয়সওয়াল জানিয়েছেন, এলাকায় পুলিশের টহলদাড়ি চলছে। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। এখনও পর্যন্ত আটক করা হয়েছে ছ’জনকে।

সংবাদদাতাঃ অরুণ ঝা

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LpeFRd

August 25, 2018 at 02:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top