নয়াদিল্লি, ১৭ অগাস্টঃ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে শেষশ্রদ্ধা জানাতে সকাল থেকেই ভিড় জমিয়েছেন বহু মানুষ। দিল্লিতে বিজেপির নবনির্মিত সদর দপ্তরে সাধারণের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য খুলে দেওয়া হয় দরজা। সেখান থেকে বেলা ২টায় শুরু হয় দিল্লির স্মৃতিস্থলের উদ্দেশ্যে শেষ যাত্রা। সেখানেই সম্পন্ন হবে অটলজির শেষকৃত্য। শেষ যাত্রায় সামিল হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি অমিত শাহ ও সেনার তিন বাহিনীর প্রতিনিধিরা। বিকেল ৪টায় স্মৃতিস্থলে শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে রাস্তার দু’ধারে অপেক্ষা করছেন লক্ষ লক্ষ মানুষ। প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি হাজির হয়েছেন সাধারণ মানুষ। ফুলে, স্মৃতিচারণায় ফিরে আসছে তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, তাঁর কবিতা, তাঁর ভাবনা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Pio4Nl
August 17, 2018 at 03:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন