পাল্লেকেলে, ১০ আগস্ট- দল একের পর এক ম্যাচ হারছে। দক্ষিণ আফ্রিকা তো ওয়ানডে সিরিজই জিতে নিল দুই ম্যাচ বাকি থাকতে। আর সেই হতাশা ভুলে শ্রীলঙ্কার দর্শকেরা নেমে পড়লেন গ্যালারি পরিষ্কারের কাজে। ফিরিয়ে আনলেন ফুটবল বিশ্বকাপের স্মৃতি। জাপানের সমর্থকেরা মন জিতে নিয়েছিলেন দলবল মিলে পুরো স্টেডিয়ামের আবর্জনা পরিষ্কার করে। অথচ তাদের দল দুর্দান্ত লড়াই করেও ম্যাচ হেরে গিয়েছিল। শুধু সমর্থকেরা নয়, হারের সেই হতাশা বুকে পুষে রেখে খেলোয়াড়েরাও ড্রেসিংরুম একেবারে পরিপাটি করে রেখে গিয়েছিলেন। যাওয়ার সময় ছোট্ট একটা কাগজে জাপানি ভাষায় লিখে গেছেন ধন্যবাদ। সিরিজের তৃতীয় ম্যাচে পাল্লেকেলের দর্শকেরা তা-ই করল। গত পরশু সিরিজের চতুর্থ ম্যাচে ক্যান্ডির দর্শকেরাও তা অনুসরণ করলেন। পাল্লেকেলের ঘটনাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। শুধু দল হেরে যাওয়ার শোক চেপে দর্শকেরা মাঠ পরিষ্কার করেছে বলে নয়। এ মাঠে গত বছরে ন্যক্কারজনক ঘটনা ঘটেছিল। ভারত জিতে যাচ্ছে দেখে বিক্ষুব্ধ হয়ে দর্শকেরা মাঠে বোতল ছুড়তে শুরু করে। যেন বোতল বৃষ্টি! খেলা থেমে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত রোববার সাউথ ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর উদ্যোগে যেন সেই কলঙ্কের আবর্জনাও পরিষ্কার করা হলো। ছাত্রদের এই উদ্যোগ পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পরশু ক্যান্ডির দর্শকরাও বাহবা পেলেন। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ছিল বলে খেলা শেষ হয়েছে যখন, শ্রীলঙ্কা তখন বেশ রাত। তবু কিছু দর্শক বাড়ি ফেরার তাড়ায় শামিল না হয়ে নেমে পড়লেন বস্তা হাতে ময়লা পরিষ্কার করতে। অবশ্য দর্শকদের বাড়তি প্রেরণা ছিল। ৬ বলে ৮ রান দরকার, শেষ ওভারের এই সমীকরণ দক্ষিণ আফ্রিকা মেলাতে পারেনি। শ্রীলঙ্কা ডিএল পদ্ধতিতে জিতেছে ৩ রানে। বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে জেতা ম্যাচের পর জাপানের দর্শকেরা প্রথম স্টেডিয়াম পরিষ্কার করে আলোচনায় আসেন। তবে বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থাকা ম্যাচে শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে যাওয়ার শোক সামলে তাদের স্টেডিয়াম পরিষ্কার করা বেশি আলোচিত হয়। ম্যাচটি জিতলে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলতে পারত এশিয়ার দেশটি। সূত্র: প্রথম আলো আর/০৭:১৪/১০ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2vzwCY1
August 10, 2018 at 03:50PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন