২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ হবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে। আসছে বছরের ৩০ মে পর্দা উঠে ১৫ জুলাই পর্দা নামবে ওয়ানডে বিশ্বকাপের। এটি হবে এ ফরম্যাটের দ্বাদশ বিশ্ব আসর। আর ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের দারুণ সম্ভাবনা দেখছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। পাকিস্তানের বিশ্বকাপ জয় নিয়ে মোহম্মদ ইউসুফ বলেন, আগামী বিশ্বকাপে হট ফেবারিট পাকিস্তান। ফখর-ইমামরা যেভাবে খেলছে, সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিশ্বচ্যাম্পিয়ন হবে তারাই। তিনি আরো বলেন, ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে শিরোপা উঁচিয়ে ধরবে পাকিস্তান। সরফরাজ বাহিনীর সেই সম্ভাবনা প্রবল। আগামীর ক্রিকেট শাসন করবে পাকরাই। নেপথ্যে জোরালো যুক্তি দেখিয়েছেন এ টেস্ট স্পেশালিস্ট, গেল চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে পাকিস্তান। সেটি হয়েছিল ইংল্যান্ডেই। প্রথমত, এ কারণেই টুর্নামেন্টে এগিয়ে থাকবে সরফরাজরা। অধিকন্তু দলের পারফরম্যান্স এখন নজরকাড়া। প্রতিটি ডিপার্টমেন্টের মধ্যে ব্যালান্স আছে। বিশেষ করে বোলিং অ্যাটাক দুর্দান্ত। পেস-স্পিনের মধ্যে দারুণ সমন্বয় আছে। ব্যাটাররাও উন্নতি করছে। হালের ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে পারছে। পাকিস্তানের পরেই ভারত-ইংল্যান্ডকে ফেবারিট হিসেবে দেখছেন এ ক্রিকেটার। সাম্প্রতিক পারফরম্যান্সই দুদলকে ফেবারিটের কাতারে রাখতে তাকে বাধ্য করেছে বলে জানান তিনি। খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করা সাবেক পাক ক্রিকেটার বলেন, দুর্দান্ত খেলছে ভারত। বিশেষ করে নাম করতে হয় দলটির অধিনায়ক বিরাট কোহলির। সে যেমন ব্যাটে রানের ফোয়ারা ছোটাচ্ছে, তেমন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। প্রতিটি ডিপার্টমেন্টের মধ্যে ব্যালান্স এনেছে। এটি তাদের এগিয়ে রাখবে। আর স্বাগতিক হিসেবে এগিয়ে থাকবে ইংল্যান্ড। সীমিত ওভারের ক্রিকেটে তাদের পারফরম্যান্সও ভালো। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/০৮:০০/ ০৮ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2vnQTQj
August 08, 2018 at 11:53PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন