জলপাইগুড়ি, ৩ অগাস্টঃ এবার থেকে অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাসপিছু উপস্থিতি নথিভুক্ত করা হবে জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে। কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্রদের তৈরি এই অ্যাপ আগামী একমাসের মধ্যে চালু হচ্ছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এতে যেমন যেকোনো বিষয়ের ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতির হার সহজেই জানা যাবে, তেমনই সময় নষ্টও কম হবে। একইসঙ্গে প্রয়োজনে শিক্ষার্থীর উপস্থিতি সংক্রান্ত তথ্য তাঁর অভিভাবককেও ই-মেলের মাধ্যমে জানানো যাবে। শিক্ষার্থীরাও জানতে পারবেন তাঁদের উপস্থিতির গড়। এ ব্যাপারে ইতিমধ্যেই প্রযুক্তিগত সমস্ত পদক্ষেপ করা হয়েছে।
জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসার দীপককুমার কোলের তত্ত্বাবধানে কম্পিউটার সায়েন্সের ছাত্ররা এই অ্যাপ তৈরি করেছেন। দীপকবাবু জানান, শিক্ষক ক্লাসে এসে নিজের ফোনে অ্যাপটি চালু করবেন। এরপর তিনি রোল কল শুরু করলে অ্যাপটি নিজে থেকেই ছাত্রদের উপস্থিতি ও অনুপস্থিতি সংক্রান্ত তথ্য রেকর্ড করতে থাকবে। তারপর সেটা সার্ভারে জমা হবে।
কলেজের অধ্যক্ষ অমিতাভ রায় বলেন, ‘রাজ্যের অন্য কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে এই ব্যবস্থা চালু নেই। বর্তমানে শিক্ষার্থীদের উপস্থিতির তথ্য হাতে লিখে নথিভুক্ত করা হয়। এতে প্রচুর সময় নষ্ট হয়। একটি সিমেস্টারে কোনো শিক্ষার্থীর উপস্থিতির তথ্য দ্রুত দেখতে হলে তাতে আরও সময় লাগে। সেজন্য এই কলেজের ছাত্ররাই এই অ্যাপ তৈরি করেছে।’
সংবাদদাতাঃ জ্যোতি সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2vcVBQR
August 03, 2018 at 12:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন