ভারতে জিএসটি কাঠামোকে সরল করার পরামর্শ আইএমএফের

নয়াদিল্লি, ৮ অগাস্টঃ পণ্য পরিসেবা কর নিয়ে দেশের ব্যবসায়ী মহলের একাংশের আপত্তি রয়েছে। এবার এনিয়ে মন্তব্য করল আইএমএফ।

জিএসটি-কে ভারতের একটি গুরুত্বপূর্ণ সংস্কার বলেও এর কর কাঠামো নিয়ে সন্তুষ্ট নয় আইএমএফ। জানা গিয়েছে, সংস্থার পক্ষ থেকে তার বাৎসরিক রিপোর্টে বলা হয়েছে, জিএসটির ‌যে হার ধা‌র্য করা হয়েছে তা আরও সরল করা উচিত। কারণ জিএসটির হার বিভিন্ন রকম হওয়ার ফলে এটি বেশ জটিলতা তৈরি করছে। যার ফলে সরকারের খরচও বাড়ছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ১ জুলাই থেকে দেশে চালু করা হয় পণ্য পরিসেবা কর বা জিএসটি। জিএসটি চালু করার ফলে দাম বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের। পাশাপাশি দামি পণ্যের দামও অনেকটাই কমেছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KDCww9

August 08, 2018 at 03:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top