ফ্লোরিডা, ০৬ আগস্ট- ওয়ানডে সিরিজ জিতে ঘুচেছিল ৯ বছরের অপেক্ষা। এবার আরেকটি অপূর্ণতা ঘুচল বাংলাদেশের। ৬ বছর পর বিদেশের মাটিতে জিতল দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ। ফ্লোরিডার লডারহিলে শেষ টি-টোয়েন্টিতে আজ ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের সিরিজ বাংলাদেশ জিতেছে ২-১ ব্যবধানে। অথচ সেন্ট কিটসে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সামনে স্রেফ উড়ে গিয়েছিল বাংলাদেশ। মার্কিন মুলুকে গিয়ে বদলে গেল বাংলাদেশ দলও। লডারহিলে টানা দুই ম্যাচ জিতে সিরিজও নিজেদের করে নিল। বাংলাদেশ সবশেষ দেশের বাইরে দ্বিপক্ষীয় টোয়েন্টি সিরিজ জিতেছিল ২০১২ সালে। আয়ারল্যান্ডে আইরিশদের ৩-০ তে হোয়াইটওয়াশ করেছিল। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। যেটি ৯ বছর পর বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়। তথ্যসূত্র: রাইজিংবিডি এইচ/১০:৫০/ ০৬ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LSKmap
August 06, 2018 at 04:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top