ঝাড়গ্রাম, ৯ অগাস্টঃ ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে বিজেপি-কে কড়া আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামে আজ ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি বলেন,‘গণপিটুনির নামে অত্যাচার চলছে। ঝাড়খণ্ড থেকে মাওবাদীদের ঢুকিয়ে আবার ঝাড়গ্রামকে রক্তাক্ত করতে চাইছে। মাওবাদীদের যারা সমর্থন করে তাদের ঢুকতে দেবেন না। বাংলা এখন অনেক কিছুতে এক নম্বরে। আমি সবকিছু ত্যাগ করতে পারব, কিন্তু বাংলাকে ত্যাগ করতে পারব না।’ এছাড়াও তিনি বলেন, ‘কাজের সুযোগ বেড়েছে ঝাড়গ্রামে। স্থানীয় ছেলে মেয়েদের আর বাইরে পড়তে যেতে হবে না। নতুন জেলা হওয়ায় ঝাড়গ্রামের মানুষের সম্মান বেড়েছে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2AVOe5x
August 09, 2018 at 04:56PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন