ই-কমার্স সংস্থার মাধ্যমেও সাহায্য পাঠাতে পারেন কেরালায়

নয়াদিল্লি, ১৮ অগাস্টঃ প্রতি মুহূর্তে জল বাড়ছে। তার ওপর উপরি পাওনা হিসেবে রয়েছে অতিরিক্ত বৃষ্টি। কোথাও ধস, কোথাও প্রবল জলস্রোতে ভাঙছে বাড়ি। তলিয়ে যাচ্ছে কেরল। অনেকে আটকে আছেন মাঝপথে, টাকা শেষ। বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ। জল, খাবার প্রায় শেষের পথে। কেন্দ্র থেকে ত্রাণ পাঠানো হলেও তা যথেষ্ট নয় সকলের জন্য। দেশের যে কোনো জায়গা থেকে সাধারণ মানুষ বন্যার্তদের সাহায্য পাঠাতে পারেন। ইতিমধ্যেই কেরলের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দেওয়ার জন্য বিশেষ অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে। এছাড়াও সাহায্য করা যাবে অ্যামাজন, ফ্লিপকার্ট, পেটিএমের মাধ্যমে।

ফ্লিপকার্টঃ

জনপ্রিয় এই ই-কমার্স সংস্থা ‘গুঞ্জ’ নামে এক এনজিও-র সঙ্গে যৌথভাবে ত্রাণ সংগ্রহের কাজ করছে। টাকা সংগ্রহ করে সেই টাকা দিয়ে তারা কম্বল, শুকনো খাবার, মশারি ইত্যাদি কিনে বিলি করবে কেরলে। ফ্লিপকার্ট অ্যাপ খুললেই কেরলের ডোনেশনের জন্য একটি বিজ্ঞাপন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলেই ওই এনজিও-র একটি পেজ খুলে যাবে। যারা ডোনেশন দেবেন, তারা ৫০ শতাংশ কর ছাড় পাবেন। কয়েক সপ্তাহের মধ্যে সেই সংক্রান্ত শংসাপত্রও তাদের হাতে আসবে।

আমাজনঃ

আমাজনের সঙ্গেও ‘গুঞ্জ’ যুক্ত রয়েছে। এছাড়াও এই ই-কমার্স সংস্থার সঙ্গে রয়েছে Habitat for Humanity India, World Vision India-র মত সংস্থা। এই সংস্থার অ্যাপ খুললেও আসবে ডোনেশন চেয়ে একটি বিজ্ঞাপন। তিনটি এনজিও-র অপশন আছে। এর যে কোনো একটির মাধ্যমে আপনি দান করতে পারেন। টাকা ছাড়াও জামাকাপড়, বাসন- এসবের অপশনও রয়েছে।

পেটিএমঃ

এই সংস্থার সঙ্গে কেরলের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের যোগ রয়েছে। এই অ্যাপের মাধ্যমে সহজেই সেখানে সাহায্য পাঠাতে পারবেন। অ্যাপে গিয়ে Kerala Floods নামের আইকনটিতে ক্লিক করতে হবে। সেখান থেকেই একটি পেজ খুলে যাবে, যেখানে সমস্ত ডিটেল দেওয়া আছে। তবে এখান থেকে কোনো করছাড়ের সংশাপত্র দেওয়া হবে না।

বিগ বাস্কেটঃ

এই সংস্থার সঙ্গেও রয়েছে ‘গুঞ্জ’। ওয়েবসাইটে বিশেষ ব্যানার আছে। সেখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে শুকনো খাবার পাঠাতে পারেন বন্যা কবলিত মানুষের জন্য। সেখান থেকে একটি আলাদা শপিং পেজ খুলে যাবে। বাছাই করে খাবার পাঠাতে পারবেন আপনিও।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PiknY5

August 18, 2018 at 09:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top