কলম্বো, ১৩ আগস্ট- শ্রীলঙ্কাকে প্রথম তিন ম্যাচে বলতে গেলে সুযোগই দেয়নি দক্ষিণ আফ্রিকা। পরের দুই ম্যাচে অবশ্য দারুণভাবে লড়াইয়ে ফেরে লঙ্কানরা। তাতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটা ৩-২ ব্যবধানের জয়ে শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। তবে সিরিজ জিতলেও র্যাংকিংয়ে এক ধাপ নিচে নেমে গেছে তারা। অটিস গিবসনের দল সিরিজটা শুরু করেছিল তৃতীয় অবস্থানে থেকে। তাদের রেটিং পয়েন্ট ছিল ১১৩। ১১২ পয়েন্ট নিয়ে চারে ছিল নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পরও তিনটি রেটিং পয়েন্ট হারিয়েছে প্রোটিয়ারা। এখন তাদের পয়েন্ট ১১০। ফলে ১১২ পয়েন্ট নিয়েই নিউজিল্যান্ড উঠে গেছে তিন নাম্বারে, দক্ষিণ আফ্রিকা চারে। এদিকে, সিরিজ হারের পরও তিনটি রেটিং পয়েন্ট যোগ হয়েছে শ্রীলঙ্কার। তাদের পয়েন্ট এখন ৮০। যদিও এতে অবস্থানের পরিবর্তন হয়নি। আগের মতোই আট নাম্বারে আছে চন্ডিকা হাথুরুসিংহের দল। ১২৭ রেটিং পয়েন্ট নিয়ে এখন ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে আছে ইংল্যান্ড। ১২১ পয়েন্টে দ্বিতীয় অবস্থানে ভারত। সাত নাম্বারে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯২। টাইগারদের নিচেই আছে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ আর আফগানিস্তান। সূত্র: জাগোনিউজ২৪ আর/১৭:১৪/১৩ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KQmrmD
August 13, 2018 at 11:06PM
13 Aug 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top