তিরুবনন্তপুরম, ২০ অগাস্টঃ শতাব্দীর ভয়াবহতম বন্যায় বিপর্যস্ত কেরালায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে গোটা দেশ। কেন্দ্রীয় সরকার, বিভিন্ন রাজ্যের প্রশাসন, সেলেব্রিটি থেকে সাধারণ মানুষ কেরালার পাশে এসে দাঁড়িয়েছে সবাই। ভারতীয় সেনা বাহিনীর তিনটি শাখাই হাত লাগিয়েছে উদ্ধারকাজে। কিন্তু এরকম জরুরি অবস্থাতেও উদ্ধারকাজ নিয়ে ভুয়ো খবরে প্রভাবিত না হতে সাধারণ মানুষকে সতর্ক করল সেনা। জানা গিয়েছে, কোনও এক ব্যক্তি সেনাবাহিনীর মতো পোশাক পরে কেরালায় উদ্ধার কাজ নিয়ে ভুয়ো খবরের ভি়ডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। এমনটাই জানিয়েছেন ভারতীয় সেনার অ্যাডিশনাল ডিরেক্টোরেট জেনারেল অফ পাবলিক ইনফরমেশন। তবে যে বা যারা এই ধরনের গুজব ছড়াবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Bp9EZ9
August 20, 2018 at 01:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন