নয়াদিল্লি, ৫ অগাস্টঃ স্বাধীনতা দিবসের দিনই আত্মঘাতী হামলা হতে পারে রাজধানীতে। এমনটাই জানিয়েছে ইন্টেলিজেন্স এসেন্সি। এই হামলার পরিকল্পনার পেছনে হাত থাকতে পারে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে দিল্লির হাইপ্রোফাইল জোন সহ-বিভিন্ন জনবসতিপূর্ণ এলাকা।
সূত্রের খবর, এই হামলার পেছনে থাকতে পারে জইশ প্রধান আবদুল রউফের একসময়ের বডিগার্ড ইব্রাহিম ইসমাইল ওরফে লম্বু। ইতিমধ্যেই কাশ্মীরে লম্বু ঢুকে পড়েছে বলে খবর। তারপর থেকেই সে ভারতের বিভিন্ন শহরে জায়গায় থাকছে সে।
আরও জানানো হয়, চলতি বছরেই জইশ তার ২ জঙ্গিকে এলওসি অতিক্রম করিয়ে কাশ্মীরে প্রবেশ করিয়েছে সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার জন্য। এর মধ্যে একজন মাসুদ আজহারের বড় ভাই ইব্রাহিম আজহারের ছেলে উমর।
রিপোর্ট অনুযায়ী, কাশ্মীরে ঢুকে পড়া এই দুই জঙ্গির মধ্যে উমরকে তরুণদের ব্রেনওয়াশ করিয়ে জঙ্গি দলে যুক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। ইব্রাহিম ওরফে লম্বুকে স্বাধীনতা দিবসে হামলার দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরে সীমান্তের ওপারে লঞ্চিং প্যাডে হিজবুল, লস্কর, জৈশ, অল বদরের প্রায় ৬০০ জঙ্গি একত্রিত হয়েছে। পাক নির্বাচনের সময় সংখ্যাটা ৪০০ থাকলেও, নির্বাচন শেষে তা বেড়ে গিয়ে হয়েছে ৬০০।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OIC0QD
August 05, 2018 at 05:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন