বাবু সাহা,লেবাননঃযথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে লেবানন, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মঙ্গলবার পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত হয়েছে।লেবাননে প্রবাসী বাংলাদেশীরা অতি আনন্দ ঘন পরিবেশে ঈদ উদযাপন করেছে।ঈদের দিন সকালে লেবাননে অনুষ্ঠিত প্রতিটি ঈদের জামায়াতে প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।নামাজ শেষে প্রত্যেকে একে অপরের সাথে আলিঙ্গন করে ঈদের আনন্দ উপভোগ করে।ঈদের দিন সমগ্র লেবাননে প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে ছোট বড় প্রায় ৩০টি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। উল্লেখযোগ্য বড় জামায়াত গুলোর মধ্যে এয়ার পোর্ট সির্কি ঈদের জামাত, আদভাইয়া লিবিস ফ্যাক্টরী, হামরা হোটেল হোয়াইট প্লাস, ছাবরা, শৈফাত কোকাকোলা ফ্যাক্টরীর পাশে, মোকাল্লেস ইকুলাইন শিরকি, নাহার ইব্রাহিম, সালোমী কাঠ ফ্যাক্টরি, জুনি সূতার মিল ও হাইছুলুম পাথর ফ্যাক্টরির জামায়াত ছিল অন্যতম। এছাড়া লেবাননের প্রানকেন্দ্র রিয়াজুছালায় আলামিন মসজিদে লেবানিজদের পাশাপাশি প্রচুর প্রবাসী বাংলাদেশীরা ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামায শেষেই প্রবাসীদের কেউ কেউ পশু কোরবানী দিতে ব্যস্ত হয়ে পড়েে।
এদিকে বাংলাদেশ দূতাবাস এর মান্যবর রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার সহ দূতাবাসের কর্মকর্তাগণ লেবাননের রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে আলামিন মসজিদে ঈদের নামাজ আদায় করেন।পরে তিনি সালোমিতে শান্তির রাস্তা ইসলামী প্রবাসী সংগঠন আয়োজিত ঈদুল আযহার জামাতে উপস্থিত হয়ে বিশেষ দোয়া পাঠে অংশ নেন।দোয়া শেষে তিনি এক শুভেচ্ছা বার্তায় লেবাননের সকল প্রবাসীদের ঈদ উল আযহার শুভেচ্ছা জানান।প্রবাসী বাংলাদেশিরা ঈদুল আযহার ত্যাগে উদ্ভাসিত হয়ে হিংসা বিদ্ধেষ ভুলে গিয়ে সকলে মিলেমিশে একত্রে প্রবাসে বসবাস করে দেশের সুনামকে অক্ষুন্ন রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
ঈদকে উপলক্ষ্য করে আগে থেকেই লেবাননের ছাবড়া, দাওড়া, সহ বিভিন্ন এলাকায় অবস্থিত বাংলাদেশী দোকান গুলোতে প্রবাসীদের ঢল নামে ঈদের কেনাকাটার জন্য।ঈদ উপলক্ষে আগের দিন সন্ধ্যা থেকেই লেবাননে প্রবাসী বাংলাদেশীরা সামাজিক যোগাযোগের মাধ্যমে একে অপরকে ঈদ শুভেচ্ছা জানিয়ে ব্যস্ত সময় কাটায়। তাছাড়া ঈদ উপলক্ষ্যে বাংলাদেশী রেষ্টুরেন্ট গুলোতে রকমারী দেশীয় খাবার সহ লেবাননের বিভিন্ন প্রান্তে প্রবাসী বাংলাদেশীরা নানারকম কর্মসূচীর আয়োজন করেছে।লেবাননে তিন দিন সরকারী ছুটি ঘোষনার মধ্য দিয়ে সবাই ঈদ উদযাপন করছে। দি গ্লোবাল নিউজ ২৪.কম এর পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ীদের জানাচ্ছি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।
from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2P0MJVZ
August 22, 2018 at 11:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.