ইউরোপে নিষিদ্ধ হচ্ছে হ্যালোজেন বাল্ব

আমস্টারডাম, ২৩ অগাস্টঃ গোটা ইউরোপে ১ সেপ্টেম্বর থেকে নিষিদ্ধ হচ্ছে হ্যালোজেন বাল্ব। হ্যালোজেনের পরিবর্তে ব্যবহার হবে এলইডি বাল্ব। ইতিমধ্যেই এলইডি বাল্বের ব্যবহার শুরু হয়ে গিয়েছে। এখন এলইডি-র তুলনায় হ্যালোজেনের দাম কম হলেও হ্যালোজেনে কার্বন নির্গমন বেশি হয়। হ্যালোজেনের তুলনায় এলইডিতে ৫ গুন কম বিদুৎ শক্তি লাগে। হ্যালোজেনের গড় আয়ু ২ বছর হলেও এলইডি বাল্ব টিকবে ১৫-২০ বছর। ইউরোপের শহরগুলিতে গত ৬০ বছর ধরে আলো দিয়ে আসছে হ্যালোজেন। ধীরে ধীরে কমবে হ্যালোজেনের আলো। ওভেনে ব্যবহৃত হ্যালোজেন ছাড়া আর কোনো কিছুই থাকবে না ১ সেপ্টেম্বরের পর। হ্যালোজেনের উৎপাদন প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NcSWO3

August 23, 2018 at 11:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top