মুম্বাই, ২৮ আগস্ট- ভারতের এক সময়ের জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল নাটক কসৌটি জিন্দেগি কি। একতা কাপুর প্রযোজিত এ সিরিয়ালের প্রেরণা-অনুরাগের জীবন কাহিনী দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে টিভি পর্দায় চোখ রাখতেন অসংখ্য ভক্ত। এটি শুরু হয়েছিল ২০০১ সালের দিকে আর শেষ হয়েছে ২০০৮ সালে। সিরিয়ালটির প্রতি তখনকার মানুষের আগ্রহ দেখে আবারও নতুন রূপে কসৌটি জিন্দেগি কি দর্শকদের সামনে আনতে চলেছেন একতা কাপুর। শোনা যাচ্ছে, কসৌটি জিন্দগি কি টু-এর প্রমোশনাল ভিডিও-র জন্য এবার নাকি ৮ কোটি পারিশ্রমিক নিচ্ছেন শাহরুখ খান। জি নিউজের খবর, কসৌটি জিন্দগি কি টু-এর প্রমোশন যাতে শাহরুখ খানের হাতেই হয়, সে বিষয়ে প্রথম থেকেই চেষ্টা চালাচ্ছিলেন একতা। অবশেষে কিং খান-কে রাজি করাতে পারেন টেলিভিশন কুইন। একতার সঙ্গে একটি শুটও করেন শাহরুখ। কিন্তু, একতা সুপার হিট মেগার প্রমোশনের জন্য শাহরুখ খান ৮ কোটি পারিশ্রমিক নিয়েছেন শুনে অনেকেই ভ্রু কুঁচকোতে শুরু করেন। জানা যায়, এই নতুন মেগার জন্য একটি ভিডিও শুট করার কথা ছিল শাহরুখের। কিন্তু শেষ পর্যন্ত ৩টি ভিডিও আরও শুট করেন কিং খান। ফলে, একতার সঙ্গে প্রথম ভিডিও শুটের জন্য ৫ কোটি নেন বাদশা খান। এরপর আরও ৩টির জন্য এক এক কোটি করে পারিশ্রমিক নেন শাহরুখ খান। ফলে, সবকিছু মিলিয়ে ৮ কোটি পারিশ্রমিক পকেটে পুরে ফেলেন বলিউডের বাদশা খান। এদিকে কসৌটি জিন্দগি কি টু-এর শুটিংয়ের পাশাপাশি এখন জিরো-র জন্য ব্যস্ত শাহরুখ খান। পরিচালক আনন্দ এল রাই-এর এই সিনেমায় শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন ক্যাটরিনা কাইফ এবং অানুশকা শর্মা। শুধু তাই নয়, এই সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খান-কেও। ইতিমধ্যে সেই ভিডিও-ও প্রকাশ্যে এসেছে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/১০:১৪/২৮ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LytpgF
August 29, 2018 at 05:47AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top