নয়াদিল্লি, ৯ অগাস্টঃ রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান পদে বিরোধীদের কার্যত টেক্কা দিতে চলেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ শিবির। ইতিমধ্যেই এনডিএ প্রার্থী হরবংশ নারায়ণ সিংকে সমর্থনের কথা জানিয়েছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ও শিবসেনা। বিজেপির তরফে দাবি করা হয়েছে, তাদের পক্ষে অন্তত ১২৬ জন সাংসদের সমর্থন রয়েছে। অপরদিকে, বুধবার পর্যন্ত নিজেদের প্রার্থী ঠিক করে নিয়েই ডামাডোল চলছিল বিরোধী শিবিরে। শেষ পর্যন্ত কোনো বিরোধীদল প্রার্থী দিতে রাজি না হওয়ায় কংগ্রেসের বি কে হরিপ্রসাদকে প্রার্থী করা হয়। তবে- বিরোধীরা সংখ্যাগরিষ্ঠতার দাবি করলেও হিসেব বলছে তারা শেষমেশ ১১০ জন সাংসদের সমর্থন জোগাড় করতে সমর্থ হবে৷ জানা গিয়েছে, হরিপ্রসাদের কাছে কংগ্রেসের ৬১ জন সাংসদ, তৃণমূল ও সপার ১৩ জন, টিডিপর ৬ জন, বামেদের ৫ জন, বিএসপি, ডিএমকের চার জন৷ সব মিলিয়ে বিরোধীদের কাছে ১০৯-১১০ জনের সমর্থন রয়েছে৷ কিন্তু করুণানিধির প্রয়াণের পর ডিএমকের পাঁচ সাংসদের অনুপস্থিতি নিয়ে জল্পনা ছড়িয়েছে রাজধানীতে৷ ১ জুলাই রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পি জি ক্যুরিয়ন অবসর নেওয়ার পর পদটি খালি পড়ে রয়েছে৷
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ARWzac
August 09, 2018 at 12:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন