রিয়াল মাদ্রিদের তরুণ প্রতিভা হিসেবে আলো ছড়িয়ে যাচ্ছেন স্প্যানিশ লা লিগায়। পায়ের কারুকার্য, ড্রিবলিং, পাসিং আর আক্রমণে সহায়তার জন্য ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে সঙ্গত কারণেই উৎসুক হয়েছে অনেকগুলো ক্লাব। তাকে পাওয়ার জন্য তাই ইউরোপিয়ান ক্লাব ফুটবলে শুরু হয়েছে তুমুল প্রতিযোগিতা। ভিনিসিয়াসের বিষয়ে আগ্রহ দেখাচ্ছে সবমিলিয়ে নয়টি ক্লাব। এগিয়ে রয়েছে স্প্যানিশ ক্লাবগুলো। রায়ো ভায়োকানো, ভায়াদলিদ, বেটিস, রিয়াল সোসিয়েদাদ, লেগানেস, জিরানো, এস্প্যানিওল তাকে পেতে আগ্রহী। এছাড়া লিগ ওয়ানের দল নান্তেস এবং সিরিএ লিগের ক্লাব উদিনিসও পেতে চায়। প্রতেক্যেই তাকে এক বা দুই মৌসুমের জন্য ধারে নিতে আগ্রহী। ৩৮ মিলিয়ন পাউন্ডে ভিনিসিয়াস জুনিয়রকে চলতি মৌসুমে দলে নিয়ে চমক দেখায় রিয়াল মাদ্রিদ। কিন্তু তাকে ধারে রিয়াল মাদ্রিদ থেকে নিতে আগ্রহ দেখিয়েছে নয়টি ক্লাব। এর মধ্যে স্পেনের ক্লাবই আছে সাতটি। সঙ্গে রয়েছে ইতালি ও ফ্রান্সের ক্লাব। সূত্র: বিডি২৪লাইভ আর/১৭:১৪/২৫ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LratA5
August 26, 2018 at 12:34AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top