পাল্লেকেলে, ০৭ আগস্ট- তৃতীয় ওয়ানডেতে ক্যাচ ধরতে গিয়ে কাঁধে আঘাত পেয়েছিলেন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। যার ফলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে পড়েছেন তিনি। যদিও তার নেতৃত্বে ইতোমধ্যেই প্রথম তিন ম্যাচ জিতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ পকেটে পুরে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাকি দুই ওয়ানডে এবং ১ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের বাকি দুই ওয়ানডের জন্য নতুন অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি ককের নাম। এছাড়া এক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রোটিয়া দলকে নেতৃত্ব দেবেন জেপি ডুমিনি। দক্ষিণ আফ্রিকার কোচ ওটিস গিবসন কুইন্টন ডি ককের মধ্যে যে নেতৃত্বগুণ রয়েছে তার সঠিক ব্যবহার করতে চান। এ কারণেই তাকে স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন ঘোষণা করে দিলেন। তিনি বলেন, আমি সব সময়ই কুইন্টনকে দারুণ ক্রিকেটীয় মস্তিষ্কের দেখতে পাই। সে খেলাটাকে খুব ভালোভাবে বোঝে। ফ্যাফের ইনজুরির কারণে দারুণ একটি সুযোগ এসে গেলো কুইন্টনের সামনে। নিজেকে দেখানোর অসম্ভব একটি সুযোগ এটি। আগামী দুই ম্যাচে দারুণ এক নেতাকে দেখবে ক্রিকেট বিশ্ব। ফ্যাফ ডু প্লেসিসের পরিবর্তে স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন হিসেবে ভারত সিরিজের সময় দায়িত্ব পালন করেছিলেন এইডেন মারক্রাম। অথচ, শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ওয়ানডের সময় তাকে দলেই রাখা হয়নি। এ সুযোগটাই নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে সুযোগ করে দিয়েছে কুইন্টন ডি ককের সামনে। সূত্র: জাগোনিউজ২৪ আর/১০:১৪/০৭ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2AQY6NO
August 08, 2018 at 04:59AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন