কোটা বহাল রাখার দাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানববন্ধন

নির্ধারিত কোটা বহাল রাখার দাবিতে বুধবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন উত্তরের বরেন্দ্র অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি বা আদিবাসী মানুষরা।
বেলা ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের মুক্তমঞ্চের সামনে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের ব্যানারে প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত। এতে চাঁপাইনবাবগঞ্জসহ বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির নারী-পুরুষ ও শিক্ষার্থীরা অংশ নেন। এসময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন,  উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মর্মু, সাধারণ সম্পাদক প্রভাত টুডু, চাঁপাইনবাবগঞ্জ উপজেলা আদিবাসী সমাজকল্যাণ সমিটির সভাপতি কর্নেলিউস মুর্মু।
বক্তারা বলেন, সমতলের আদিবাসীরা অত্যন্ত অবহেলিত ও নিপীড়িত। এই বিবেচনায় আদিবাসীদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত রয়েছে। কিন্তু সম্প্রতি কোটা পর্যালোচনা কমিটি এই কোটা তুলে দেয়ার সুপারিশ করবে বলে জানিয়েছে। আদিবাসীদের কোটা তুলে দিলে তারা আরো অবহেলা ও বঞ্চনার শিকার হবেন।
পরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৮-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2PLS4Bz

August 29, 2018 at 08:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top