সালমান খান এখনও পুরোপুরি ভুলতে পারেননি সাবেক প্রেমিকা ঐশ্বরিয়া রায়কে। শুনতে অবাক লাগলেও লাভরাত্রি ট্রেলার মুক্তি পাওয়ার দিন কিন্তু এমনই আভাস দিলেন স্বয়ং এই বলিউড অভিনেতা। বিষয়টি খুলেই বলা যাক তাহলে। সম্প্রতি আয়ুষ শর্মা এবং ওয়ারিনা হুসেনের লাভরাত্রি ছবির ট্রেলার মুক্তির দিন মঞ্চে হাজির হন সালমান খান। আর সেখানেই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হেসে সালমান বলেন, তার জীবনের উল্লেখযোগ্য একটি মুহূর্ত হল ঢোলি তারো। অর্থাৎ হাম দিল দে চুকে সান্মম ছবির গান ঢোলি তারো গানের শুটিংই তার কাছে অনেক বড় আনন্দের বিষয়। হাম দিল দে চুকে সানাম ছবির সময় থেকেই ঐশ্বরিয়া রায়র সঙ্গে সম্পর্কে জড়ান সালমান খান। দুজনের মধ্যের সম্পর্ক নিয়ে যখন তোলপাড় হয়ে যায় বলিউড, সেই সময় আচমকাই ঐশ্বরিয়ার সঙ্গে সালমান খানের সম্পর্ক ভেঙে যায়। শুধু তাই নয়, সালমান খানের সঙ্গে আর কখনও কোনদিন স্ক্রিন শেয়ার করবেন না বলেও জানিয়ে দেন ঐশ্বরিয়া। পাশাপাশি সালমান তার ওপর মানসিক অত্যাচারের পাশাপাশি শারীরিক অত্যাচারও করতেন বলে অভিযোগ করেন তিনি। যদিও, ঐশ্বরিয়ার একের পর এক অভিযোগ সামনে আসার পরও এ বিষয়ে পাল্টা কোনও মন্তব্য করেননি সালমান খান। তথ্যসূত্র: বিডি প্রতিদিন আরএস/০৮:০০/ ১০ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2M44SFj
August 10, 2018 at 05:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top