মুর্শিদাবাদ, ২১ অগাস্টঃ পরপর তিন কন্যাসন্তান জন্মানোয় গৃহবধূ সহ ৯ মাসের কন্যাসন্তানের গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। রবিবার দুপুরে মুর্শিদাবাদের সাগরদীঘি থানা এলাকার ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূ ও তার সন্তানকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হলে মঙ্গলবার ভোরে সেখানেই তাদের মৃত্যু হয়। জানা গিয়েছে, পরপর তিনবার কন্যাসন্তান জন্মানোয় সুমিত্রা কুন্ডু নামে ওই গৃহবধূর ওপর প্রায়ই মানসিক ও শারীরিক অত্যাচার চালাত স্বামী তাপস কুন্ডু ও তার পরিবারের লোকেরা। অভিযোগ, রবিবার দুপুরে ঘরে বন্ধ করে ওই গৃহবধূ ও তার ৯ মাসের কন্যাসন্তানের গায়ে আগুন ধরিয়ে দেয় স্বামী ও শ্বশুর-শাশুড়ি। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে বাড়ি ছেড়ে পালিয়ে যায় তারা। প্রতিবেশীদের তৎপরতায় আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মা ও মেয়েকে ভরতি করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার রাতে মৃত্যু হয় মেয়ের ও মঙ্গলবার ভোরে মৃত্যু হয় গৃহবধূর। মৃত গৃহবধূর পরিবারের তরফে তাপস কুন্ডু, শ্বশুর অমর কুন্ডু ও শাশুড়ি অনিতা কুন্ডুর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। ঘটনার তদন্তে সাগরদীঘি থানার পুলিশ।
সংবাদদাতাঃ মিঠুন হালদার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2BqFTHj
August 21, 2018 at 03:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন