মুম্বই, ২৮ অগাস্টঃ একা থাকার দিন শেষ। পার্টি বা লং ড্রাইভে যাওয়ার জন্য বয়ফ্রেন্ড খোঁজাখুঁজি করারও প্রয়োজন নেই। মোবাইলে ‘রেন্ট অ্যা বয়ফ্রেন্ড’ (আরএবিএফ) অ্যাপ ডাউনলোড করে একটি ক্লিক করলেই মিলবে মনপসন্দ বয়ফ্রেন্ড। তবে তা ক্ষণিকের জন্য এবং এর জন্য অবশ্যই ভাড়া দিতে হবে। মূলত হতাশা, একাকীত্ব কাটাতেই চিন, জাপানের মতো এদেশেও ভাড়ায় বয়ফ্রেন্ড পাওয়ার অ্যাপ চালু হল।
জানা গিয়েছে, ‘রেন্ট অ্যা বয়ফ্রেন্ড’ নামে অভিনব এই অ্যাপটি তৈরি করেছেন মুম্বইয়ের বাসিন্দা ২৯ বছর বয়সি কৌশল প্রকাশ। বান্ধবীহীন থাকায় কৌশল নিজেও একসময়ে হতাশায় ভুগছিলেন। সেই হতাশা কাটানোর পথ খুঁজতেই এই অ্যাপের ভাবনা তাঁর মাথায় আসে। তবে গার্লফ্রেন্ড না হয়ে বয়ফ্রেন্ড কেন? এই প্রশ্নের জবাবে কৌশল বলেন, বান্ধবী ভাড়া করুন বললে এদেশের লোকজন ঠিকভাবে নাও নিতে পারে। তাই উলটো ভাবনা। একাকীত্ব কাটাতে অ্যাপের মাধ্যমে বয়ফ্রেন্ড ভাড়া পেলেও এখানে যৌনতা এবং প্রতারণার কোনো স্থান নেই বলেও তিনি জানিয়েছেন। কৌশলের এই অভিনব অ্যাপ হতাশাগ্রস্ত মানসিক রোগীকে সুস্থ করে তুলতে বিশেষ কাজে আসবে বলে মনে করেন মনোবিদ ডা. সোনালী প্রকাশ। যদিও এখনও পর্যন্ত সারা দেশে আরএবিএফ অ্যাপটি চালু হয়নি। কেবল মুম্বই এবং পুনেতে চালু হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2BUWtPR
August 28, 2018 at 11:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন