তিরুবনন্তপুরম, ১৮ অগাস্টঃ কেরলের বন্যা পরিস্থিতি হেলিকপ্টারে পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৫০০ কোটি টাকা আর্থিক সাহায্যেরও ঘোষণা করেছেন তিনি। শুধু কেন্দ্রীয় সরকারই নয়, বিভিন্ন রাজ্যের তরফেও এসেছে সাহায্য। জানা গিয়েছে, ১০ কোটি টাকা সাহায্যের ঘোষণা করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ কোটি টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন নীতীশ কুমার। ১৫ কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ১০ কোটি টাকার অর্থ সহযোগিতার ঘোষণা করেছেন। ২০ কোটি টাকা অর্থ সাহায্যের ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। কেরলকে ৫ কোটি টাকা দিচ্ছে ঝাড়খণ্ডও। ৫ কোটির আর্থিক সাহায্য ও নৌকো-সহ ২৪৫ জন অগ্নিনির্বাপণ আধিকারিককে পাঠানোর ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
এখনও পর্যন্ত কেরলে ৩২৪ জনের মৃত্যুর খবর মিলেছে। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ৩ লক্ষেরও বেশি মানুষ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OM3cgx
August 18, 2018 at 06:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন