কেরালায় মৃত বেড়ে ১৪৭, বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১৭ অগাস্টঃ ক্রমেই ক্রমাগত বৃষ্টি ও ধসের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭। পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার কেরালায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

৮ অগাস্ট থেকে একটানা বৃষ্টি শুরু হয়েছে কেরালায়। ফলে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি বাড়ছে ভূমি ধসের ঘটনাও। বিপর্যয় মোকাবিলা দপ্তর ও উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে উদ্ধারকাজে নেমেছে ভারতীয় নৌ বাহিনী। হেলিকপ্টারে করে অনেক মানুষকে উদ্ধার করা হয়েছে বন্যা বিধ্বস্ত এলাকাগুলি থেকে। জানা গিয়েছে, এদিন আরও ২৩টি চপার ও ২০০টি নৌকা পাঠানো হবে উদ্ধারের কাজে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে। তবে প্রশাসনের তরফে উদ্ধারকার্য চালানোর পাশাপাশি ত্রাণও পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MTioYH

August 17, 2018 at 12:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top