মালাহাইড, ১৬ আগস্ট- বৃষ্টির কারণে ভেন্যু পরিবর্তন করেও রক্ষা পেল না বাংলাদেশ এ ও আয়ারল্যান্ড এ দলের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি। দুই দলের সম্মতিতে ম্যাচটি ক্লনটার্ফ থেকে সরিয়ে নেয়া হয় মালাহাইডে। আজ বৃহস্পতিবার মালাহাইড ক্রিকেট মাঠে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এ দল। বোলিংয়ে নেমে আবহাওয়ার সুবিধা নিতে যেয়ে উল্টো বিপদে পড়তে হয় বাংলাদেশকে। বাংলাদেশ এ দলের বোলারদের কল্যাণে ২০৩ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় স্বাগতিক আয়ারল্যান্ড এ দল। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পরে বাংলাদেশ। ওপেনার মমিনুল ৮ বলে ১৪ রান করে ফিরে গেলে তিন নম্বরে ব্যাট করতে আসা নাজমুল হোসেন শান্তও একই ওভারে ফেরেন শূন্য রানে। প্রথম ম্যাচে অর্ধশতক হাঁকানো সৌম্য সরকারও এদিন ফেরেন ১১ রান করে। এরপর মোহাম্মদ মিথুনের ৬, জাকির হাসানের ১৪ রানের পর আল আমিন জুনিয়র করেন ১২ রান। লোয়ার-অর্ডারে সাইফউদ্দিনের ১৫ আর নাইম হাসানের ২৪ রান। উইকেটে থেকে এই দুই জনের লড়াইয়ে আবারও বাঁধ সাধে বৃষ্টি। ১৫ ওভারে ৭ উইকেটে ১০৪ রানের মাথায় বৃষ্টি নামলে আর মাঠে নামতে হয়নি দুদলের। রানরেটে এগিয়ে থাকায় আয়ারল্যান্ড এ দলকে ৫১ রানে বিজয়ী ঘোষণা করা হয়। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল ১৭ আগস্ট। সূত্র: আরটিভি অনলাইন আর/১০:১৪/১৬ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PgeYRm
August 17, 2018 at 05:51AM
16 Aug 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top