কলকাতা, ০১ আগস্ট- আসামে নাগরিকদের চূড়ান্ত খসড়া তালিকা থেকে ৪০ লাখ মানুষ বাদ পড়ায় শুরু থেকেই সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এটি ভারতে গৃহযুদ্ধ উসকে দিতে পারে এবং এর ফল রক্তক্ষয়ী হতে পারে বলেও সতর্ক করে দিয়েছিলেন তিনি। এমন বক্তব্য দেয়ায় এবার তার বিরুদ্ধে মামলা করেছেন ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আসামে ভারতীয় জনতা যুব মোর্চার (বিজেওয়াইএম) তিন কর্মী ওই মামলাটি করেছেন। তাদের অভিযোগ, মমতার এসব বক্তব্য আসামের সম্প্রদায়গুলোর মধ্যে ঘৃণা ও উত্তেজনা উসকে দিচ্ছে। ১৯৭১ সালের ২৪ মার্চের আগে আসামে এসেছেন এটা প্রমাণ করতে না পারায় আসামে ভারতীয় নাগরিক তালিকা থেকে ৪০ লাখ মানুষকে বাদ দিয়ে সম্প্রতি চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ করা হয়। ওই বিষয়ে নয়া দিল্লীতে এক বৈঠকে মমতা বলেছিলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এ তালিকা করা হয়েছে। আমরা এটা হতে দেব না। বিজেপি মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির জন্য এটা করেছে। এই পরিস্থিতি কিছুতেই মেনে নেয়া যাবে না। এতে দেশে গৃহযুদ্ধ শুরু হবে, এর ফল হবে রক্ষক্ষয়ী। সূত্র: এনডিটিভি আর/০৭:১৪/০১ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2n1iLF2
August 01, 2018 at 03:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top