বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেট-ঢাকা মহাসড়কে পিকআপ উল্টে চালক ও হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে এ সড়কের লালাবাজার অতিরবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন পিকআপ চালক বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সাধুরগাঁও গ্রামের সুন্দর আলীর ছেলে আল আমিন (২২) ও হেলপার একই উপজেলার সদর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আবুলের ছেলে শামসুদ্দিন (১৭)।
সূত্র জানায়, সিলেট থেকে পিকআপ ভর্তি মালামাল নিয়ে বিশ্বনাথে ফিরছিলেন আল-আমিন। পথিমধ্যে অতিরবাড়ি নামক স্থানে আসামাত্র বিপরীত দিক থেকে আসা একটি মোটরবাইককে পাশ দিতে গিয়ে উল্টে যায় পিকআপটি। এ সময় ঘটনাস্থলেই এর চালক আল-আমিন মারা যান। গুরুতর আহত হেলপার শামসুদ্দিনকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে দুই ঘন্টা পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ঘটনার সত্যতা স্বীকার করে দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পিকআপ চালকের লাশ উদ্ধার করে। গুরুতর আহত হেলপারকে হাসপাতালে নেয়ার পর মারা যায়। লাশ দুটো ময়নাতদন্তের জন্যে হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2Pdk5BA
August 15, 2018 at 10:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.