নয়াদিল্লি, ৫ অগাস্ট ঃ বহুচর্চিত বিরোধী ফেডারেল ফ্রন্টে যে নীতিশ কুমারের জেডিইউ-কে তিনি চাইছেন না, তা এদিন কার্যত স্পষ্ট করে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। মুজফরফরপুরের সরকারি হোমে প্রায় ৩৬ জন নাবালিকাকে ধর্ষণের বিরুদ্ধে দিল্লির যন্তরমন্তরে আরজেডির ধর্নায় শনিবার যোগ দেন রাহুল। সেখান থেকেই বিহারের মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘অাপনি যদি সত্যিই লজ্জিত হয়ে থাকেন, তাহলে এই ঘটনায় ব্যবস্থা নিন।’ একইসঙ্গে দেশে নারীসুরক্ষা নিয়ে কেন্দ্রকেও আক্রমণ করেন রাহুল। উল্লেখ্য, মুজফ্ফপুর ধর্ষণকাণ্ড নিয়ে শুক্রবারই ক্ষমা চেয়েছিলেন নীতিশ।
লালুপুত্র তেজস্বী যাদবের নেতৃত্বে যন্তরমন্তরে ধর্না শুরু করেছেন আরজেডি নেতারা। সেখানে রাহুলকে যেতে আবেদন করেছিলেন জেডিইউ নেতারা। কিন্তু রাহুল তাঁদের আবেদনে কর্ণপাত করেননি। বিহারে কংগ্রেস-আরজেডির সঙ্গে জোট ভেঙে নীতিশ কুমার যেভাবে বিজেপির সঙ্গে জোট গড়েছেন তাতে লোকসভায় বিরোধী জোটের জন্য যে তাঁকে বিশ্বাস করা যায় না, সেই বিষয়টিও রাহুল কার্যত বুঝিয়ে দিলেন বলে মনে করা হচ্ছে। এর আগে তেজস্বী যাদবও ধর্নামঞ্চ থেকে নীতিশকে ‘ধোঁকেবাজ চাচা’ বলে আক্রমণ করেছিলেন। রাহুল ছাড়াও ধর্নামঞ্চে গিয়ে আরজেডি-কে সমর্থন জানিয়ে এসেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সীতারাম ইয়েচুরি, দীনেশ ত্রিবেদী, শরদ যাদব সহ একাধিক বিরোধী নেতা।
ফাইল চিত্র
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2M2yG4l
August 05, 2018 at 12:20PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন