১১৩ কোটির বরাত পেল বাংলার ক্ষুদ্র শিল্প

কলকাতা, ২২ অগাস্টঃ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সম্মেলন থেকে মোট ১১৩ কোটি টাকার বিদেশি বরাত পেল বাংলার হস্তশিল্প। নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দু’দিন ব্যাপী সম্মেলন চলছিল। সেই সম্মেলনে চিন, জাপান, নেদারল্যান্ড সহ বেশ কয়েকটি দেশ গ্রাম-বাংলার হস্তশিল্পে বিনিয়োগ করার কথা জানিয়েছে।

রাজ্যের শিল্পীদের তৈরি ক্রিসমাস সজ্জা, বাঁকুড়ার টেরাকোটা, হাতে তৈরি কাপড়ের ব্যাগ, জুতো-সহ অন্যান্য হস্তশিল্পসামগ্রী যাবে ইউরোপের বিভিন্ন দেশে। দু’‌দিনের সম্মেলনে ৭০টি স্টলে ৯ হাজার শিল্পসামগ্রীর প্রদর্শনী হয়। যা বিশ্বের কাছে বাংলার হস্তশিল্প, তাঁতশিল্প ও সংস্কৃতিকে তুলে ধরেছে।
মঙ্গলবার সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের অডিটোরিয়ামে রাজ্যের অর্থমন্ত্রী ড.‌ অমিত মিত্র বলেন, ‘‌এত বিপুল পরিমাণ বরাত অভাবনীয়। এখন রাজ্যে বিশ্বমানের হস্তশিল্প তৈরি হচ্ছে। বরাত অনুযায়ী শিল্পীরা যাতে ঠিক সময়ে পণ্য পৌঁছে দিতে পারেন, সেদিকেও লক্ষ্য রাখবে সরকার। শিল্পীদের সবরকম সরকারি সাহায্য করা হবে। সরকারি অনুমোদন ও সাহায্য পেলে এ রাজ্যের ছোট উদ্যোগীরা আরও এগিয়ে যাবেন।’ ‌ তিনি আরও বলেন, দুই হাজার একর জমির উপর ৩০টি শিল্প পার্ক হবে। বানতলায় একটি লেদার কমপ্লেক্স হবে বলেও জানান অর্থমন্ত্রী।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PrW8Xv

August 22, 2018 at 02:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top