গোধরাকাণ্ডে ২ অভিযুক্তকে যাবজ্জীবন সাজা, রেহাই ৩

আমেদাবাদ, ২৭ অগাস্টঃ ১৬ বছর আগের গোধরা হত্যাকাণ্ডের মূল দুই চক্রীকে যাবজ্জীবনের সাজা দিল আমেদাবাদ বিশেষ আদালত। সোমবার বিচারক এইচসি ভোরার এজলাসে অভিযুক্ত ফারুক ভানা ও ইমরান শেরু দোষী প্রমাণিত হওয়ায় দুজনেরই যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আরও তিনজনকে মুক্তি দিয়েছে আদালত।

উল্লেখ্য, অযোধ্যায় বিতর্কিত বাবরি মসজিদ চত্বরে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কয়েকহাজার করসেবক। অনুষ্ঠান সেরে সবরমতী এক্সপ্রেসে তাঁরা আমেদাবাদ ফিরছিলেন। দিনটা ছিল ২০০২-এর ২৭ ফেব্রুয়ারি। সেদিন চার ঘণ্টা দেরিতে চলছিল ট্রেন। সকাল নাগাদ গোধরা স্টেশনে পৌঁছোয় ট্রেনটি। প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ার পর একাধিক বার ট্রেনের চেন টানা হয়। ওই সময় মারমুখী কয়েকহাজার মানুষ নির্দিষ্ট কয়েকটি কামরায় ইট, পাথর ছুড়তে থাকে। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী, এস ৬ কামরাটিতে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় ৫৯ করসেবকের। বাবরিমসজিদ ধ্বংস কাণ্ডের বদলা নিতে গোধরা কাণ্ড ঘটানো হয়েছিল বলে শোনা যায়। তবে করসেবকদের জীবন্ত পুড়িয়ে মারার ঘটনার পরই গুজরাটে ব্যাপক সাম্প্রদায়িক হিংসা ছড়ায়। ২০১৫-১৬ সালে ওই ঘটনায় মোট পাঁচজন গ্রেফতার হয়। তাদের বিচার হয় সবরমতী সেন্ট্রাল জেলে গঠিত বিশেষ আদালতে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ocVAs8

August 27, 2018 at 07:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top