মুম্বই, ২৫ অগাস্টঃ অবশেষে যাত্রা শুরু হতে চলেছে দেশের প্রথম লাক্সারি ক্রুজ লাইন সার্ভিসের। জেএনপিটি বন্দরে একটি সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় শিপিং মন্ত্রী নীতিন গড়কড়ি জানিয়েছেন, আগামী ১ অক্টোবর থেকে চালু হবে মুম্বই-গোয়া লাক্সারি ক্রুজ পরিসেবা। মুম্বইয়ের পূর্ব প্রান্তের বন্দর এলাকায় ক্রুজ টার্মিনাল তৈরি করার জন্য কেন্দ্রীয় মন্ত্রক ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বলেও জানা গিয়েছে। সরকারের তরফে ভারতীয় শিপিং কর্পোরেশনকে নতুন নৌকা কেনার জন্যে ৮০০ কোটি টাকা দেওয়া হবে। দেশের প্রথম লাক্সারি ক্রুজে একসঙ্গে ৫০০ যাত্রী বিলাসভ্রমণ করতে পারবেন বলে জানা গিয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2oa0OVK
August 25, 2018 at 12:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন