ব্যাঙ্গালুরু, ২৪ আগস্ট- বড় বড় তারকা নিয়েও আইপিএলে একেবারেই সুবিধা করতে পারছে না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সমস্যাটা কি, সেটাই যেন বুঝে উঠতে পারছিল না তারা। তবে নতুন মৌসুমের আগে পরিবর্তনের একটি আভাস দিয়ে রাখলো দলটি। ভারতীয় গণমাধ্যমের খবর, আগামী আসরে সম্পূর্ণ নতুন কোচিং স্টাফ নিয়ে মাঠে নামবে ব্যাঙ্গালুরু। ব্যাঙ্গালুরু মিরর দাবি করছে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মালিক ইউনাইটেড স্পিরিটস লিমিটেড নাকি প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টোরিসহ পুরো কোচিং স্টাফকেই পদচ্যুত করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ২০১৮ সালের আইপিএলে ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৬টিতে জিততে পারে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তারা টুর্নামেন্ট শেষ করে ষষ্ট হয়ে। দলের এই ব্যর্থতার ফলশ্রুতিতে কিউই কোচ ভেট্টোরিকে সরিয়ে দেয়ার কথা ভাবছে ব্যাঙ্গালুুরু। তার সঙ্গে চাকরি খুয়াবেন ফিল্ডিং কোচ ট্রেন্ট উডহিল এবং বোলিং কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও। ব্যাঙ্গালুরু মিরর-এর দাবি এমনটাই। সূত্র: জাগোনিউজ২৪ আর/১৭:১৪/২৪ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2BPtBbs
August 25, 2018 at 12:11AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top