সেন্ট লুসিয়া, ২২ আগস্ট- ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে মাহমুদউল্লাহ রিয়াদের দারুণ বোলিংয়ে ৭ উইকেটে হারতে হলো সেন্ট লুসিয়াকে। আগের দুই ম্যাচ মিলিয়ে তিনি বোলিং পেয়েছিলেন এক ওভার। কিন্তু এদিন তিনি পান ৪ ওভার। আর এই ৪ ওভারে দারুণ বোলিং করে প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ ২ উইকেট তুলে নেন তিনি। সেই সুবাদে ৭ উইকেটের বড় জয় পায় তার দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। গতকাল মঙ্গলবার সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে মাহমুদউল্লাহর দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ও সেন্ট লুসিয়ার মধ্যে টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়ায়। এদিন শেলডন কটরেল প্রথম ওভার করার পর দ্বিতীয় ওভারেই বোলিং পান মাহমুদউল্লাহ। সেই ওভারেই বিপজ্জনক রাকিম কর্নওয়ালকে ফিরিয়ে দেন তিনি। এরপরে নিজের পরের ওভারেই আর্ম বলে ফিরে যান আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান লেন্ডল সিমন্স। পাওয়ার প্লেতে বোলিং করেও নিজের প্রথম ৩ ওভারে মাত্র ৯ রান দেন বাংলাদেশি এই অলরাউন্ডার। অবশ্য আরও একটি উইকেট পেতেন মাহমুদউল্লাহ। যদি কাইস আহমেদকে স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া না করতেন কিপার ডেভন টমাস। নিজের শেষ ওভারে সেই কাইসের ব্যাটেই একটি করে চার ও ছক্কা হজম করায় একটু বিবর্ণ হলেও দলের জয়ের নায়ক ছিলেন মাহমুদউল্লাহই। কারণ বোলিং বিশ্লেষণের দিকে তাকালে তাঁর বোলিং ফিগারটিই ছিল দারুণ। মাহমুদউল্লাহর পাশাপাশি দুটি উইকেট নিয়েছেন নেপালের লেগ স্পিনার সন্দিপ লামিছানে। ১২.৩ ওভারে ৬৯ রানে সেন্ট লুসিয়ার ইনিংসের সমাপ্তি ঘটে। জবাবে ৭.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে ৭০ রানের লক্ষ্যে পৌঁছে যায় সেন্ট কিটস অ্যান্ড নেভিস। ব্যাটিং করতে নামার সুযোগ পাননি মাহমুদউল্লাহ। তবে বল হাতে নিজের কাজটা আগেই সেরে রাখেন তিনি। সূত্র: কালের কন্ঠ এমএ/ ১০:০০/ ২২ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MQ8gDr
August 23, 2018 at 04:06AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন